Bidisha De Mazumdar এর মৃতদেহ উদ্ধার, ফের অভিনেত্রীর রহস্যমৃত্যু টলিউডে
2022-08-24 0
পল্লবী দে-র মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার ফের মডেলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল টলিউডে। বুধবার রাতে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল বিদিশা দে মজুমদার নামে এক উঠতি মডেল এবং অভিনেত্রীর মৃতদেহ। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়।