Cannes 2022: দীপিকা, ঐশ্বর্য থেকে হিনা, সেরা সুন্দরী কে, দেখুন

2022-08-24 5

কান উৎসবে সবাইকে যেন চমকে দিলেন ভারতীয় অভিনেত্রীরা। দীপিকা পাড়ুকোন থেকে ঐশ্বর্য রাই বচ্চন, তামান্না ভাটিয়া, হিনা খান, পুজা হেগড়ে, একের পর এক নায়িকারা কানের মঞ্চ যেন কাঁপিয়ে দিতে শুরু করেন। ফলে ভারতীয় অভিনেত্রীদের উপর থেকে যেন চোখ ফেরাতে পারছিল না আন্তর্জাতিক সংবাদমাধ্যম।