জাতীয় মানের খ্যাতনামা প্রসিদ্ধ সম্পন্ন ক্যারাটে প্রশিক্ষক তথা, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশনের" সাধারণ সম্পাদক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনে, ক্যারাটে প্রসঙ্গে কিছু বিশেষ বক্তব্য ।

2022-04-21 25

"অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন" পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ঐতিহ্যশালী রাজ্য স্তরীয় ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন। এই ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন সকলেরই একটি বিশ্বস্ত ও ভরসাযোগ্য নির্ভরশীলতার ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন। তাই সকলে আসুন এবং আমাদের এই ক্যারাটে ক্রীড়া মহা সংগঠনের যুক্ত হন ও নিজেদেরকে সু-প্রতিষ্ঠিত করে গড়ে তুলুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা www.abskfwbind.org এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের যাবতীয় তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

Videos similaires