ঝালদা পুরসভায় ধুন্ধুমার। সোমবার পুরবোর্ড গঠনের দিন নির্ধারিত ছিল। ওই বোর্ড গঠন নিয়েই সমস্যার সূত্রপাত হয়। এমনিতেই তপন কান্দুর খুনের প্রতিবাদে কালা দিবস পালন করার কথা ছিল কংগ্রেসের। এই নিয়েই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পুরসভার বাইরে। যার আঁচ পৌঁছয় বাই পুরসভার বাইরেও।