বাঘের আতঙ্কে বন্ধ চা বাগান N

2022-04-03 7

চা বাগানে বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালী এলাকায়। স্থানীয় ঝুটিয়া গ্রামের পাশে চা বাগান এলাকায় বাঘের আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ।

Videos similaires