Bagdogra International Airport-এ রানওয়েতে ফাটল। এর জেরে মঙ্গলবার বাগডোগরায় অস্থায়ীভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, রানওয়ে মেরামত করতে চার ঘণ্টা সময় লাগতে পারে। মঙ্গলবার সকালে আমেদাবাদ-বাগডোগরা, কলকাতা -বাগডোগরা বিমান অবতরণের পর রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। সকালে যে বিমানগুলি অবতরণ করেছিল সেগুলি ফিরতে পারেনি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রানওয়ে মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। বিমান চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।