Russia-Ukraine War: ইউক্রেনের পাশে পশ্চিমী বিশ্ব দাঁড়ালেও তিনি ভয় পান না, হুঙ্কার পুতিনের

2022-03-11 12

প্রত্যেক আধঘণ্টা অন্তর মারিউপলে বোমাবর্ষণ হচ্ছে। রুশ সেনা কোনওভাবেই রেয়াত করছে না ইউক্রেনের এই শহরের বাসিন্দাদের। এমনই দাবি করেন মারিউপলের মেয়র। তিনি আরও দাবি করেন, রাশিয়া  নিষিদ্ধ অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন জুড়ে। শুধু তাই নয়, জনবহুল এলাকা বেছে বেছে রুশ বোমারু বিমান সেখানে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মারিউপলের মেয়র। ফলে ইউক্রেনের মারিউপল নিয়ে ত্রস্ত প্রায় গোটা বিশ্ব।