রাশিয়ানদের সঙ্গে লড়তে কানাডার অন্যম ভয়ঙ্কর স্নাইপার ওয়ালির সাহায্য চাওয়া হয় ইউক্রেনের তরফে। এরপরই মানবিকতার খাতিরে ওয়ালি ইউক্রেনের হয়ে যুদ্ধের মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নেন। আইসিসের বিরুদ্ধে লড়াই করতে এই ওয়ালির কর্মক্ষমতা গোটা বিশ্ব জুড়ে বন্দিত। এবার সেই ওয়ালিই পুতিনের বাহিনীর সঙ্গে লড়াই করতে ইউক্রেনে হাজির।