Russia-Ukraine War: ইউক্রেনের সুমিতে ভয়াবহ বোমাবর্ষণ রাশিয়ার, প্রাণ কাড়ল শিশুদেরও

2022-03-09 0

মঙ্গলবার রাতভর চলে বোমাববর্ষণ। রাশিয়ার বোমাবর্ষণের জেরে ইউক্রেনের সুমি শহরে ২২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন শিশু বলে জানা যায়।   যে খবর প্রকাশ্যে আসতেই ফের তোলপাড় শুরু হয়ে যায়। জনবহুল এলাকায় রাশিয়া কীভাবে হামলা চালাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সুমি শহরের স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।