Russia-Ukraine War: রুশ আগ্রাসন, ইউক্রেনে ২০০ স্কুল, ৩৪টি স্কুল গুঁড়িয়ে দিল রাশিয়া

2022-03-08 4

রাশিয়ার হানাদারির পর ইউক্রেনে একের পর এক স্কুল, কলেজ, হাসপাতাল ভেঙে পড়ছে। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ্যে আসে। যেখান থেকে জানা যায়, ইউক্রেনে রাশিয়ার হানাদারির পর এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ২০২টি স্কুল ভেঙে পড়েছে। গুঁড়িয়ে গিয়েছে ৩৪টি হাসপাতাল।

Videos similaires