চীন ও ইরানের জন্য রাশিয়া অনেকটা নিরাপদে - Western sanctions - China - Iran - Somoy News Analysis

2022-03-08 0

যুদ্ধের কবলে পড়া ইউক্রেনীয় নগরীগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে মানবিক করিডোর খুলে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। যদিও প্রথম দফা যুদ্ধবিরতির ঘোষণায় এই সেইফ প্যাসেজ বা নিরাপদ পথ নিয়ে অভিজ্ঞতা খুব একটা ইতিবাচক ছিলোনা ইউক্রেনীয়দের। এবারের যুদ্ধবিরতিতে নতুন কৌশল অবলম্বন করেছেন পুতিন। অসহায় ইউক্রেনীয়দের আশ্রয় দিতে চাচ্ছেন বেলারুশ আর নিজ দেশে। তবে প্রস্তাবটি মেনে নেয়নি ইউক্রেন। ঠিক কোন পথে এগুতে চাচ্ছেন রুশ প্রেসিডেন্ট, সেটাই এখন প্রশ্ন সবার। নিবিড় আমীনের ডেস্ক রিপোর্ট।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে দ্বিতীয় দফায় এলো যুদ্ধবিরতির ঘোষণা। এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। যার জন্য একে অপরকে দোষারোপ করেছে মস্কো ও কিয়েভ। এর মধ্যেই আবার বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে মানবিক করিডোর খোলার প্রস্তাব দিলো রাশিয়া।

বিভিন্ন যুদ্ধেই থাকে এই সেইফ প্যাসেজ বা নিরাপদ পথ ব্যবহারের সুযোগ। জেনেভা কনভেনশনের ৫৫ তম নিয়ম অনুযায়ী, যুদ্ধে জড়ানো পক্ষগুলোকে বেসামরিক নাগরিকদের নিরাপদে মানবিক ত্রাণ গ্রহণ এবং নিরবছিন্ন উত্তরণের অনুমতি দিতে হবে। আর সেই লক্ষেই চলে আসে সেইফ প্যাসেজের প্রসঙ্গটি।

তবে রাশিয়া চেলেছে ভিন্ন এক চাল। কোনো দেশকে আক্রমন করে সেই দেশের নাগরিকদেরই আবার নিজ দেশে আশ্রয়ের আহ্বান জানানো পৃথিবীর ইতিহাসে বিরল। আর সেই পদক্ষেপই নিতে যাচ্ছে পুতিন প্রশাসন। ইউক্রেইনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বেসামরিকরা শুধু রাশিয়া ও তাদের মিত্র দেশ বেলারুশে যেতে পারবে। অন্যদিকে মারিওপোল ও সুমাই, এ দুটি ছোট শহরের বাসিন্দারা যেতে পারবে শুধু ইউক্রেইনের অন্যান্য অংশে।

কেনো এমন সিদ্ধান্ত নিলো পুতিন, তা নিয়েই প্রশ্ন জাগছে সবার মনে। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে বেসামরিকদের ওপর হামলা চালানোর কোনো ইচ্ছা নেই মস্কোর. সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে।

তবে রাশিয়ার এই মানবিক করিডোরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এটা কোনোভাবেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। সেইসাথে রাশিয়ার গোলাবর্ষণের কারণে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যেতে বাধাগ্রস্থ হচ্ছে বলেও জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়।


On Aired on NEWS24 on 8th March, 2022
Come Join Us for More News & Information Visit our Official site: http://www.news24bd.tv/
=======================================================
Our other YouTube channels :
NEWS24 @ https://www.youtube.com/c/news24tv
Watch News 24 Sports & Entertainment @ https://www.youtube.com/channel/UCb2O...
Watch News 24 Sangbad @ https://www.youtube.com/channel/UCHKv...
=======================================================
Also find us on Social Media;
G+ News24: https://plus.google.com/1013328656846...
Facebook Page: https://www.facebook.com/news24bd.tv/
Twitter Official: https://twitter.com/news24bd_tv
=======================================================
COPYRIGHT DISCLAIMER:
Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.