যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রক্ষাকর্তা Ilyushin Il-76

2022-03-07 97

লাগাতার ধেয়ে আসছে গোলাগুলি। কান ফাটানো শব্দে ফাটছে মিসাইল। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে মৃত্যুভয়ে দিন কাটানো ভারতীয়দের জন্য ঈশ্বরের দূত ইলিউশিন আইএল-৭৬ ( Ilyushin Il-76)। বায়ুসেনার এই বিশেষ বিমানেই যুদ্ধক্ষেত্র থেকে ফেরানো হচ্ছে সেখানে আটকে পড়া ভারতীয়দের। যুদ্ধবিমান ছেড়ে এই বিমানকে উদ্ধারকাজে বেছে নেওয়ার পিছনে রয়েছে বিশেষ কিছু কারণ।

যুদ্ধ হোক বা প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার প্রথম পছন্দ C-17 গ্লোবমাস্টার। কিন্তু ইউক্রেন থেকে উদ্ধারের জন্য অনেক ভেবেচিন্তেই ইলিউশিন টু-সেভেন্টি সিক্সকে বেছে নিয়েছে কেন্দ্র। মস্কো থেকেই এই বিমান কিনেছিল নর্থব্লক। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধারকাজে এই রুশ বিমানকেই কাজে লাগাচ্ছে ভারত। সি-১৭ গ্লোবমাস্টার আমেরিকার তৈরি। এমন যুদ্ধ আবহে আকাশে মার্কিন বিমান দেখে শত্রুপক্ষের কোনও মিসাইল ছুটে যে আসবে না সেই ধারণা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । তাই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে আর কোনও বাড়তি ঝুঁকি না নিয়ে তাই রাশিয়ান বিমান ইলিউশিন আইএল-সেভেন্টি সিক্সকেই উদ্ধার কাজে নামানো হয়েছে।

Free Traffic Exchange