West Bengal Municipal Elections 2022 Result: পুরভোটে সবুজ ঝড়, ৯৩টিতে একচেটিয়া জয় তৃণমূলের

2022-03-02 3

বাংলায় ফের সুবজ ঝড়।  রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ৯৩টি-তে জয়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে এমনই জানায় রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে ঘাসফুল শিবিরের একচেটিয়া আধিপত্যের মাঝে বামফ্রন্ট ঝুলিতে পুরেছে একটি পুরসভা। ৭টি ত্রিশঙ্কু অবস্থায় দোদুল্যমান। বামেরা একটি পুরসভা দখল করলেও, বিজেপি এখনও একটিও জয় করতে পারেনি।