Russia-Ukraine War: ইউক্রেনে হামলার পর পরিবারকে গোপণ বাঙ্কারে লুকিয়ে ফেলেন পুতিন, চাঞ্চল্যকর দাবি

2022-03-02 1

রাশিয়ার অধ্যাপকের দাবি, ইউক্রেনে যুদ্ধ শুরুর পরপরই রাশিয়ান প্রেসিডেন্ট নিজের পরিবারকে গোপণ আস্তানায় লুকিয়ে ফেলেছেন। সাইবেরিয়ায় আলতাই পর্বতমালার কাছে একটি গোপণ বাঙ্কারে নিজের পরিবারকে লুকিয়ে ফেলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট। রুশ অধ্যাপকের ওই দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়ে যায়।