বন্ধের দিন সকাল থেকেই অন্য চিত্র দেখা গেল হাওড়া ব্রিজে। স্বাভাবিক ছন্দেই চলছে যান চলাচল। নির্বাচনে অশান্তি ও শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সপ্তাহের শুরুতেই ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্যের বিরোধী দল BJP। বনধের কতটা প্রভাব পড়ছে রাজ্যে? দেখে নেওয়া যাক...