Russia-Ukraine War: হাতে বন্দুক নিয়ে যুদ্ধে প্রাক্তন মিস ইউক্রেন? ভাইরাল ছবি

2022-02-28 1

মাতৃভূমির জন্য লড়াইয়ে নেমেছেন। তাই প্রাক্ত মিস ইউক্রেন নিজের সাজপোশাক ছেড়ে নিয়েছেন অন্য রূপ। প্রাক্তন মিস ইউক্রেন আনাসতাসিয়া লেনা এবার যোগ দিলেন সেনা বাহিনীতে। নিজের পুরনো সাজপোশাক ছেড়ে আনাসতানিয়া লেনা হাতে বন্দুক নিয়ে ইউক্রেনের সেনা বাহিনীতে যোগ দেন। আনাসতাসিয়ার এমন ছবি ভাইরাস হতে শুরু করেছে।