রাশিয়ার অস্ত্রাগারে রয়েছে ফাদার অফ অল বম্বস। ইউক্রেনে হামলার মাঝে সেখানে টিএনটি ফাদার অফ অল বম্বস ফেলে ধংসের পরিকল্পনা করছে রাশিয়া? একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রসঙ্গত মাঝ আকাশ থেকে যদি এই ফাদার অফ অল বম্বস ফেলা হয়, তার বিস্ফোরণের অভিঘাতে এক মুহূর্তে ৩০০ কিলোমিটার নছতছ হয়ে যেতে পারে।