Anmol Ambani, Khrisha Shah এর বিয়ে, তারকায় ভরা অনিল আম্বানি-টিনা আম্বানির ছেলের বিয়ের আসর
2022-02-21 13
অনিল আম্বানি এবং টিনা আম্বানির বড় ছেলে আনমোল আম্বানির বিয়ের আসরে তারকাদের মেলা। মুম্বইতেই বসে অনিল-টিনার বড় ছেলের বিয়ের আসর। সেখানে হাজির হন শ্বেতা বচ্চন নন্দা থেকে শুরু করে বি টাউনের একাধিক তারকা এবং রাজনীতিবিদরা।