‘’অভীকের সঙ্গে দাদার মতো সম্পর্ক ছিল’’

2022-02-20 76

"বান্ধবী নই, অভি আমার দাদা", এবার মুখ খুললেন চোর সন্দেহে গণপিটুনিতে খুন হওয়ার তরুণ প্রোমোটারের সঙ্গী সেই বার ডান্সার। দীপ্ত গলায় বললেন, “অভিদা বাইরে থেকে মদ খেয়ে এসেছিল। আমি মদ খাইনি।” প্রিয়াঙ্কা সরকার নামক ওই তরুণীকে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনায় প্রিয়াঙ্কা সহ এলাকাবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন অভীকের বন্ধু সহ পরিজনরা।

Videos similaires