গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর আজ ফের সংগীত জগতে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১.৪৫ নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত কিংবদন্তী শিল্পীর প্রিয় জায়গা ছিল শিলিগুড়িতে তাঁর মাসির বাড়ি। যেখানে সুযোগ পেলেই তিনি চলে যেতেন।