“যত জিতব তত বেশি নম্র হতে হবে”: মমতা বন্দ্যোপাধ্যায়

2022-02-14 58

কলকাতা পুরভোটেরই প্রতিফলন বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগরে। সবুজ ঝড়ে ধুয়েমুছে সাফ সব কাস্তে-হাত থেকে পদ্ম। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের পুরো কৃতিত্বই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সাধারণ মানুষকে। তিনি বলেন, ''এই জয় মানুষকে উৎসর্গ করছি। যত জিতব, তত নম্র হতে হবে। চার পুরসভায় জয়ের জন্য মানুষের কাছে কৃতজ্ঞ। আগামীদিনে এখনও ১০৬ পুরসভার নির্বাচন বাকি রয়েছে।''

Videos similaires