West Bengal Municipal Elections 2022: আরও উদ্যম, উদ্দীপনায় উন্নয়নের কাজ করব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

2022-02-14 3

চার পুরনিগমের ভোটের ফলে কার্যত উড়ে গেল বিরোধীরা।  শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর এবং আসানসোলে বড় ব্যবধানের জয় তৃণমূল কংগ্রেসের। রাজ্যের ৪ পুরনিগমেই ধরাশায়ী বাম, বিজেপিসহ বিরোধীরা। সোমবার সকাল থেকে ভোট গণনার পর ছবি স্পষ্ট হতেই দলীয় কর্মী, সমর্থকসহ রাজ্যের মানুষকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।