“ওয়ান পার্সন, ওয়ান পোস্ট” বিতর্কে মুখ খুললেন ফিরহাদ

2022-02-11 52

'এক ব্যক্তি, এক পদ', এই দাবিতে তোলপাড় হচ্ছিল ফেসবুক। সুদীপ রাহা, সার্থক বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো তৃণমূল নেতাদের ফেসবুকেও এই সংক্রান্ত পোস্ট দেখা গিয়েছিল। কিন্তু, এবার এই 'এক ব্যক্তি, এক পদ' ফেসবুক ক্যাম্পেন নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে দেন, দলনেত্রীর অনুমতি নিয়েই এই প্রসঙ্গে মন্তব্য করছেন তিনি। ফিরহাদের স্পষ্ট বার্তা, 'এক ব্যক্তি এক পদ' সম্পর্কিত যে ক্যাম্পেন সোশ্যাল মিডিয়ায় চলছে তা তৃণমূল কংগ্রেস অনুমোদিত নয়।

'এক ব্যক্তি, এক পদ'-সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম?
তিনি বলেন,"সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেনটা হচ্ছে এক ব্যক্তি এক পদ, তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথা বসানো হচ্ছে। যে ক্লিপ দেখানো হচ্ছে তারপরেও নেত্রী আরও চারটি লাইন বলেছিলেন। চেয়ারপার্সন যা ঠিক করবেন, তিনি তা পরে পরিবর্তন করতে পারেন। নতুন করে আমাদের সভানেত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এখনও আমাদের কয়েকজন ছাড়া পরিপূর্ণ কমিটি গঠন হয়নি। সভানেত্রী নতুন করে নীতি নির্ধারণ করবেন এবং সেই মোতাবেক পার্টি চলবে। কিছু ক্লিপিংস নিয়ে যাঁরা এই প্রচার করছেন তাঁরা পার্টির স্বার্থে তা করছেন না। সভানেত্রীর সিদ্ধান্ত আমাদের দলের সর্বধার্য।”

Videos similaires