Happy Birthday Mimi Chakraborty: অভিনেত্রী সাংসদ মিমির জন্মদিনে তারকাদের একগুচ্ছ ভালবাসা

2022-02-11 5

এবার ৩৩-এ পড়লেন মিমি চক্রবর্তী। সাংসদ অভিনেত্রীর জন্মদিনে টলিউড তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। সে শুভশ্রী গঙ্গোপাধ্যায় হন কিংবা অঙ্কুশ হাজরা কিংবা মধুমিতা সরকার, মিমির জন্মদিনে একের পর এক অভিনেতা ভালবাসা জানাতে শুরু করেন।