Lata Mangeshkar: মৃত্যুর ঠিক আগে কেমন ছিলেন লতাজি, সুর সম্রাজ্ঞীর স্মৃতিতে চিকিৎসক

2022-02-07 1

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত জানান, গত ৩ বছর ধরে যখনই তিনি লতাজির চিকিৎসা করেছেন, সব সময় সুর সম্রাজ্ঞীর হাসি মুখ দেখতে পেয়েছেন। অসুস্থতার জন্য শরীর নুব্জ হলেও, লতাজি কখনও তাঁর হাসি থেকে কাউকে বঞ্ছিত করেননি।