রাত পোহালেই বসন্ত পঞ্চমী। আর এই বসন্ত পঞ্চমীতেই করা হয় বাকদেবীর আরাধনা। বসন্ত পঞ্চমীর সকালে তাই শীতের শিরশিরানির সঙ্গে হলুদে সেজে রাস্তায় বেরিয়ে পড়েন সব বয়সের পড়ুয়ারা। খিঁচুড়ি, তরকারি, চাটনির সঙ্গে জমে ওঠে প্রত্যেকবারের সরস্বতী পুজো।