West Bengal এ স্কুল খুলছে ৩ ফেব্রুয়ারি থেকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

2022-01-31 4

রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খুলছে আগামী বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি থেকে। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পাশাপাশি \'পাড়ায় শিক্ষালয়\'শুরু হচ্ছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর জন্য। তবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও খুলছে বৃহস্পতিবার থেকেই। এমনও জানান মুখ্যমন্ত্রী।

Videos similaires