Mouni Roy বিয়ে সারলেন, লাল, সাদা শাড়িতে সেজে আপন করলেন সূরযকে

2022-01-27 4

জল্পনার অবসান। শেষ পর্যন্ত নিজের ব্যাঙ্কার বন্ধু সূরয নাম্বিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মৌনী রায়। মালয়ালি রীতিতে সাতপাকে বাঁধা পড়েন মৌনী এবং সূরয। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে বাঙালি কন্যার বিয়য়ের আসর। যেখানে দুই পরিবারের সদস্যরা এবং ইন্ড্রাস্ট্রির মৌনীর খুব কাছের বন্ধুরা হাজির হন।