Republic Day 2022: ভারতবাসী হিসেবে গর্ব করুন, জানান প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা
2022-01-26 6
প্রত্য়েক বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পলান করে ভারতবর্ষ। এবারেও তার অন্যথা নয়। ফলে প্রজাততন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠতে শুরু করেছে গোটা দেশ। তিরঙ্গা আলোর মালায় ২৬ জানুয়ারি পালন করবে প্রত্যেক ভারতবাসী।1