Amar Jawan Jyoti এর শিখা নিভছে না, মিশিয়ে দেওয়া হচ্ছে, প্রবল সমালোচনার মুখে বলল কেন্দ্র

2022-01-21 4

৫০ বছর ধরে জ্বলা অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে দেওয়া হচ্ছে না। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে তা মিশিয়ে দেওয়া হচ্ছে। প্রবল সমালোচনার মুখে পড়ে এমনই জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে।