Varun Dhawan এর চোখে জল, গাড়ি চালক মনোজ দাদাকে শেষ বিদায় অভিনেতার

2022-01-20 2

গাড়ি চালক মনোজ সাহুর শেষকৃত্যে হাজির বরুণ ধাওয়ান। বলিউড অভিনেতার সঙ্গে তাঁর পরিচালক দাদা রোহিত ধাওয়ানও মনোজ সাহুকে শেষ বিদায় জানাতে হাজির হন। প্রিয় মনোজ দাদাকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগুপ্লুত হয়ে পড়েন অভিনেতা। ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে পারেননি তিনি।