Narayan Debnath:কার্টুন- কমিকসের প্রাণপুরুষের মৃত্যু, চলে গেলেন হাঁদা ভোঁদা-র স্রষ্টা

2022-01-18 4

গত কয়েক দিন জীবন-মৃত্যুর সঙ্গে কঠিন  লড়াই চলছিল নারায়ণ দেবনাথের। বেশ কয়েকদিনের লড়াইয়ের পর মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে প্রয়াত হন বাঙালির কার্টুন, কমিকসের প্রাণপুরুষ।  সকাল ১০টা ১৫ নাগাদ প্রয়াত হন নারায়ণ দেবনাথ।