Sonu Sood এর বোন মালবিকা সুদ কংগ্রেসে যোগ দিলেন, অভিনেতার বক্তব্যে শোরগোল
2022-01-11 0
রাজনৈতিক জীবন শুরু করেলন সোনু সুদের বোন মালবিকা সুদ। মালবিকার কংগ্রেসে যোগদানের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন সোনু। যেখানে তিনি জানান, মালবিকা সুদ কংগ্রেসে যোগ দিলেও, তিনি অরাজনৈতিকভাবেই নিজের সব কাজ করে যাবেন।