Jawed Habib এর থুতু মহিলার মাথায়, চটল মহিলা কমিশন

2022-01-07 1

মুখ থেকে থুতু ছিটিয়ে চুল কাটা দেখান হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। সেমিনারে যে মহিলাকে ডেকে জাভেদ হাবিব তাঁর চুল কাটা শুরু করেন, এবার প্রকাশ্যে আসে তাঁর ভিডিয়ো। পূজা গুপ্তা নামে ওই মহিলা বলেন, জাভেদ হাবিব তাঁকে দর্শকাশন থেকে ডেকে চুল কাটানো শুরু করেন। ওই সময় জাভেদ হাবিব যে খারাপ ব্যবহার করেন, তা তিনি ভুলতে পারবেন না।