Sushmita Sen এর মন ভাঙল, সম্মান না থাকলে ভালবাসার মানে নেই, বললেন বাঙালি কন্যা

2022-01-07 1

বৃহস্পতিবার দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে লাইভে হাজির হন সুস্মিতা।  সেখানেই বঙ্গ তনয়া বলেন, যেখানে সম্মান নেই, সেখানে ভালবাসার কোনও মানে নেই। সম্মান না থাকলে, ভালবাসা এসে চলে যাবে। কিন্তু যদি সম্মান থাকে, তাহলে ভালবাসা দ্বিতীয়বার ফিরে আসতে পারবে।