AR Rahman Birthday: জন্মদিনে জেনে নিন রহমান সম্পর্কে অজানা তথ্য
2022-01-06 1
তামিল গানের জগতে (কলিউড) প্রবেশ করে কেরিয়ার শুরু করেছিলেন এ আর রহমান। চলচ্চিত্র পরিচালক মণি রত্নমের রোজা দিয়ে তাঁর কেরিয়ারের ধামাকা শুরু হয়। রোজার পর জাতীয় পুরস্কার পান এ আর রহমান। এর পর থেকেই এ আর রহমানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।