Babul Supriyo করোনায় আক্রান্ত, সংক্রমিত স্ত্রী, বাবাসহ একাধিক কর্মী

2022-01-04 3

নিজের ট্যুইটার হ্যান্ডেলে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানান বাবুল সুপ্রিয়। করোনা থেকে বাঁচতে ককটেল জ্যাবের প্রয়োজন। যা অত্যন্ত ব্যায়সাপেক্ষ।  কীভাবে সাধারণ মানুষ তা নিজেদের জন্য জোগাড় করবেন বলেও প্রশ্ন তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।