Year Ender 2021: ক্যাটরিনা-ভিকি থেকে রাজকুমার-পত্রলেখা, বাঁধা পড়লেন তারকারা

2021-12-29 2

একুশে ওমিক্রন হাজির হলেও, গোটা বছর জুড়ে যেভাবে করোনা কাঁটাকে দূরে সরিয়ে তারকারা ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছেন, তাতে কার্যত স্মরণীয় এই বছর। ক্যাটরিনা কাইফ থেকে রাজকুমার রাও, ইয়ামি  গৌতম প্রত্যেক এই বছরেই শুরু করেছেন তাঁদের জীবনের নতুন পথ চলা।