প্রিয়জনদের নিয়ে হাসি, খুশি, মজার উৎসব পালনের নাম খ্রিস্টমাস। তাই এই বিশেষ দিনে যেমন প্রিয়জনের জন্য বেছে বেছে খাবার তৈরি হয় আপনার হেঁশেলে, তেমনি তাঁদের শুভেচ্ছা জানাতেও ঝাড়াইবাছাই করতে হয় আপনার অভিধান। হাসি, খুশির খ্রিস্টমাস। একটু অন্যরকমভাবে তাই কাছের মানুষদের শুভেচ্ছা না জানালে কীভাবে হয়।1