কড়া ঠাণ্ডা পড়লেও, শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে দার্জিলিংয়ে। বিশেষ করে খ্রিস্টমাসের সময়। খ্রিস্টমাসের সময় যেন যাদুর ছোঁয়ায় সেজে ওঠে শৈল শহর। সেই কারণে প্রত্যেক বছর ছুটির মেজাজে পাহাড়ের রানির কাছে ছুটে যান বহু মানুষ।