Christmas 2021: গোটা পৃথিবী জুড়ে কেন পালন করা হয় খ্রিস্টমাস, দেখুন

2021-12-22 3

খ্রিস্টমাসের সময় নিজের প্রিয়জন, বন্ধুবান্ধবদের উপহার দিতে ভালবাসেন প্রত্যেকে। কেউ সান্তা সেজে নিজের প্রিয়জনদের হাতে উপহার তুলে দেন, কেউ আবার লুকিয়ে উপহার রেখে দেন নিজের প্রিয় মানুষের মাথার পাশে। সবকিছু  মিলিয়ে একে অপরকে ভালবেসে উপহারে ভরিয়ে দেওয়ার আর এক নাম খ্রিস্টমাস।