কলকাতা পুরসভা ভোটের ফল প্রকাশ পেতে শুরু করে মঙ্গলবার সকাল থেকে। ভোটের ফল প্রকাশ পাওয়া শুরু করলে তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে শুরু করে। ফলে জোড়াফুল শিবিরের কর্মী, সমর্থকদের মধ্যে চোখে পড়তে শুরু করে উচ্ছ্বাস।