Bhagwat Karad এর প্রশংসায় মোদী, বিমানে যাত্রীর চিকিৎসায় কেন্দ্রীয় মন্ত্রী

2021-11-17 3

মাঝ আকাশে যাত্রীর অসুস্থতায় কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে এগিয়ে আসেন এবং তাঁর চিকিৎসা করেন, তাতে তাঁর প্রতি ধন্যবাদ প্রকাশ করা হয় সংস্থার তরফে। কেন্দ্রীয় মন্ত্রী ভগবত কারাডের প্রশংসায় এরপর ট্যুইট করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজন চিকিৎসক সব সময় মনের কথা শোনেন। অসুস্থের সেবায় এগিয়ে আসেন। কারাডের কাজের প্রশংসা করে তাঁকে বাহবা দেন প্রধানমন্ত্রী।

Videos similaires