Rajkummar-Patralekhaa এর রিসেপশনে উপচে পড়ল গ্ল্যামার
2021-11-16 1
বিয়ের পর রিসেপশন। রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়ের পর খুশি তাঁদের অনুরাগীরা। বলিউডের একের পর এক জনপ্রিয় জুটির মতো রাজকুমার-পত্রলেখার বিয়ের ছবিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। বিয়েতে লাল পোশাকে সাজলেও রিসেপশনে এক্কেবারে অন্য লুকে ধরা দেন পত্রলেখা।