Kangana-র বিরুদ্ধে অভিযোগ, ভারতের স্বাধীনতা মন্তব্যে বিপাকে অভিনেত্রী

2021-11-11 11

\'১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়েছে ২০১৪ সালের পর।\' একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে কঙ্গনা যখন এই মন্তব্য করেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।  যা নিয়ে কঙ্গনার বিরুদ্ধে সোজাসুজি থানায় পৌঁছল আম আদমি পার্টি।

Videos similaires