Bangla New Rap Song 2021 - Shudhu Takar Jonno - Tabib Mahmud and Rana

2021-11-07 7

Vocal : Tabib and Rana

Lyrics : Tabib Mahmud
Music Composer : Subhro Raha

Edit : Anoy Shohag



Director : Akash Haque


রং তামাশায় বিভৎস চেহারাটা
যায় দেখা যায় চরিত্রে কার
পুরাদেশ ছারখার দেখো কালো কারবারী
যারেধরে তারে মারে এটা যুগ মহামারি


আরে জীবনের দাম যেনো দুই টাকা কেজি
আবার অভাবের দিনে চলে এক টাকা ছার
এইঅশান্ত হালচালে মন্দের মায়াজালে
বুঝি না আমার আজ কাকে দরকার


তামাশায় মাতি আমি ব্যাস্ত জীবন
আমারহতাশায় লেখা থাকে জ্যান্ত মরণ
আমি জীবন্ত লাশ আমি যন্ত্র মানব
আমি এই শহরের বুকে সবচে সুলভ


আমিসস্তায় বেচে দেই স্বপ্ন আমার
যেটা আজ এই সময়ের সবচেয়ে দামি
আমি বমি করে চুমু দেই অধারেতে খুলে দেই

চাষ কর যত খুশি এক ফালি জমি
হেই



যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়

আমার সাধের স্বপ্ন

যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য


কথা কাজে মিল নাই দিল নাই
আমার গোজামিলে সব ঠিক ভুল নাই
আরে ভুলভাল কথা বলে খবরের শিরোনামে
লাল চুল নায়িকার দুল নাই কানে


থাকলে টাকা টাক মাথায় উঠে চুল
তাই মিথ্যা সত্যা হয় সঠিকটা ভুল
ফুলে ফুলে উড়ে মৌমাছি দুধের মাছি
এই হ য ব র লে আমিও আছি



জীবনের দাম নাই টাকা আজ পানি এই

যানযট জ্যামে আছে সময়ের গ্লানি আর

মলম পার্টি আছে সুযোগের সন্ধানে

অলি গলি রাজপথে বিচরণ সবখানে
আমি তুমি বেচে আছি বাচবার প্রয়োজনে

অভাব মিটাই হেসে স্বপ্ন বেচে আরে

লেগেছে আগুন দেখি আমার লেজে তাই

আখের গোছা সবাই সভ্য সেজে


যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন
যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য
যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন

যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য



মাথার ভেতর পেইন ও প্যানিক
সব কিনে নিতে চায় স্বপ্নবণিক চায়

স্বপ্ন আমার স্বপ্ন তোমার মোরা
স্বপ্ন বেচে ছিড়ি বোতাম জামার।

আরে ট্রাফিক জ্যামে আটকে আছে

ভাগ্যের রূপরেখা থমকে গেছে

যেনো ছলে বলে কৌশলে মশাল জ¦ালিয়ে দাদু
হুট করে ভেগে গেছে প্রেমিকার সাথে বধু


খাপে খাপে বসে নাই হয় নাই ম্যাচ

কারণ আমাদের মনভরা জিলাপির প্যাচ
আমরা ডাইনে বইলা বায়ে যাই বায়ে বইলা ডাইনে যাই
মুখ ভরা মধু মোরা কথায় আছি কাজে নাই



কামে রাঙ্গা কামরা্ঙা, রঙে রাঙা রংধনু

রঙিন চশমা চোখে হাতে নীলখাম

কাচ কভু বুঝবেনা হিরকের দাম
তাই রং করে খান সব নক্কা গোলাম।



যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন

যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য
যায় ভেঙে চুরে যায় উড়ে দূরে যায় আমার সাধের স্বপ্ন
যায় আলো নিভে যায় বেলা ডুবে যায় শুধু টাকার জন্য