Diwali 2021: আলোর উৎসবে ঝলমলিয়ে উঠছে দীপাবলি

2021-11-03 3

দীপাবলি মানে আলোর উৎসব। সমস্ত দেশজুড়ে পালন করা হয় এই আলোর উৎসব। কোথাও প্রদীপ জ্বালিয়ে, আবার কোথাও মোমবাতির আলো প্রজ্জলিত করে গোটা দেশ জুড়ে পালন করা হয় এই উৎসব। তবে দিন যত এগোচ্ছে, তত উন্নত হচ্ছে উৎসবের পালনের রং, রীতি। তাইতো আলোর উৎসব দীপাবলি মানেই এখন রংবংয়ের আলোর রোশনাই নিয়েও মেতে ওঠেন মানুষ।