ব্যথা হলে বিলম্ব না করে আমাদের চিকিৎসককে দেখানো দরকার হয়। কিন্তু কোন চিকিৎসককে দেখাব সেটা আর না বুঝা/জানার আমাদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। আবার অনেকে ই নিজের চিকিৎসা নিজে ই করে ফেলেন। পরে আমাদের সমস্যায় পড়তে হয়। এই ভিডিও তে কোন কোন চিকিৎসকে দেখালে ভাল হয় সে বিষয় নিয়েই কথা বলেছি যাতে সকলেরই উপকার হয়। আপনাদের ব্যথা সংক্রান্ত বিষয় ও চিকিৎসা সম্পর্কে জানতে আমাকে কমেন্টে জানাতে পারেন।
আমার স্যোশাল মিডিয়া লিংকঃ
Facebook page- https://www.facebook.com/Dr.Qawsarulalam/
Facebook group- https://www.facebook.com/groups/healthsolutionsupport Instagram-https://www.instagram.com/dr.qawsar/
Website- https://www.physioexpertsbd.com/