আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে ভাল ধারনা /না জানার কারনে ভুল করে ব্যথার চিকিৎসায় আঝেবাঝে চিকিৎসা নেই। যারা ফিজিওথেরাপি বিষয়ে কোন পড়াশুনা নাই দেখে দেখে শিখে ফিজিওথেরাপি সেন্টার খুলে চিকিৎসা দিচ্ছে।
আবার কিছু কিছু কোম্পানি মেশিনকে থেরাপির চিকিৎসা দেখিয়ে ফিজিওথেরাপি দিয়ে যাচ্ছে যা কখনোই সঠিক নয়।
ফিজিওথেরাপি চিকিৎসা নিত হলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের নিকটে যেতে হবে প্রথমে। তিনি সমস্যা ভাল্ভাবে বুঝে যদি আপনার কোন প্রকার ইলেকট্রোথেরাপিউটিক এজেন্ট বলতে ইভিডেন্স বেইজড চিকিৎসা মূলক যন্ত্রপাতি দরকার হয় ঠিক তখন প্রেসক্রাইব করে দিবেন।
সচেতনতাই আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে।
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে দিন যাতে পরে নতুন ভিডিও এর আপডেট পেতে কোন প্রকার সমস্যা না হয়।
আপনার ব্যথা সংক্রান্ত কোন বিষয় ও চিকিৎসা সম্পর্কে জানতে কমেন্টে আমাকে জানাতে পারেন।
আমার স্যোশাল মিডিয়া লিংকঃ
Facebook page- https://www.facebook.com/Dr.Qawsarulalam/
Facebook group- https://www.facebook.com/groups/healthsolutionsupport Instagram-https://www.instagram.com/dr.qawsar/
Website- https://www.physioexpertsbd.com/