Mumbai Fire: মুম্বইতে বহুতলে আগুন, মৃত্যু, আতঙ্ক
2021-10-22
1
শুক্রবার দুপুর বারোটা নাগাদ মুম্বইয়ের কারি রোডের একটি বহুতলে আগুন ধরে যায়। কারি রোডের ওই বহুতলে প্রথমে ১৯ তলায় আগুন লাগে। আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাসস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।